শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ সিকিম থেকে বিদেশি মদ পাচার রুখতে দুটি নতুন নাকা চেকিং পয়েন্ট শুরু করলো জলপাইগুড়ি ডিভিশন আবগারি বিভাগ।সিকিম সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলের এই চেকিং পয়েন্টগুলিতে ২৪ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে।
আবগারি বিভাগের এই নতুন উদ্যোগে সাফল্যও মিলেছে।চেকিং পয়েন্টে নাকা চেকিং চলাকালীন কালিম্পং এবং দার্জিলিং থেকে আসা প্রচুর বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
এই বিষয়ে উত্তরবঙ্গ জোনের আবগারি বিভাগের স্পেশাল কমিশনার সুজিত দাস জানান, সিকিম হয়ে পাহাড়ি অঞ্চলে বিদেশি মদ পাচার করা হচ্ছে।যার ফলে রাজ্য সরকারের করের ক্ষতি হচ্ছে। যদিও আগের তুলনায় চোরাচালান কমেছে, চোরাকারবারীরা প্রতিনিয়ত মদ পাচারের নতুন পরিকল্পনা তৈরি করে চলেছে।
বর্তমানে দুটি নতুন নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। প্রথম নাকা চেকিং পয়েন্ট জোরথাং থেকে দার্জিলিং রুটে এবং দ্বিতীয়টি রুংপো থেকে কালিম্পং রুটে। ফ্লাইং স্কোয়াড এবং মোবাইল টহলদারি ভ্যানের সাহায্যেও নজরদারি রাখা হচ্ছে।
সিকিম থেকে কালিম্পং ও দার্জিলিং হয়ে বিদেশি মদ পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে আবগারি বিভাগ।দুটি গাড়ি থেকে প্রায় ৭০ কার্টন মদ উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় কারা জড়িত তার তদন্তে নেমেছে আবগারি বিভাগ।
