শিলিগুড়ি, ১৮ মার্চঃ শিলিগুড়িতে ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টেরের পরীক্ষার দ্বিতীয় দিনেও মোবাইল নিয়ে নকল করার অভিযোগে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ।
জানা গিয়েছে, ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টেরের পরীক্ষার দ্বিতীয় দিন রবিবার শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল।এদিন তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, জগদীশ চন্দ্র বিদ্যাপীঠ এবং শিলিগুড়ি গার্লস হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে নকল করার অভিযোগে চার পরীক্ষার্থীকে ধরা হয়।পরে তাদের গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম নূর আলম, সুসেন রায়, নওয়াজ শরিফ এবং পবিত্র মন্ডল।নূর আলম ও পবিত্র মন্ডল মালদার বাসিন্দা।সুসেন রায় ও নওয়াজ শরিফ নদীয়ার বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, শিলিগুড়িতে ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টেরের পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করার অভিযোগে দুদিনে মোট ৯ জন পরীক্ষার্থী গ্রেফতার করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।