বাগডোগরা, ১২ মার্চঃ নকল মদ তৈরির স্পিরিট উদ্ধার করল আবগারি দপ্তর।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার বাগডোগরার গোঁসাইপুর সংলগ্ন কলেজ পাড়ার একটি বাড়িতে হানা দেয় আবগারি দপ্তরের বাগডোগরা সার্কেলের কর্মীরা।তবে আগেই খবর পেয়ে পালিয়ে যায় বাড়িতে থাকা ব্যক্তিরা।ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২৫ লিটার ভেজাল স্পিরিট।
এই বিষয়ে আবগারী দপ্তরের বাগডোগরা সার্কেলের ওসি সুভাষ হালদার জানান, সম্ভবত নকল মদ তৈরির স্পিরিট মজুত করা হয়েছিল।আগামী দিনে এই ধরনের অভিযান চলবে।