ফাঁসিদেওয়া, ২৮ নভেম্বরঃ ফাঁসিদেওয়ার সদরগছ এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নকল মদ উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার কন্টেনারেরের চালক।ধৃতের নাম অশোক কুমার(২০)। সে উত্তরপ্রদেশের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ফাঁসিদেওয়ার সদরগছ এলাকায় একটি আনারস বোঝাই কন্টেনার আটক করা হয়।ওই কন্টেনার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নকল মদ।ঘটনায় গ্রেফতার করা হয় কন্টেনার চালককে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।মদ বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।
রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়।

