শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ শহরজুড়ে প্রতারণার ফাঁদ।একের পর এক প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন বহু মানুষ।এখন থেকে সাবধান না হলেই বিপদ।
প্রতিনিয়ত শিলিগুড়িতে নিত্যনতুন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন মানুষ।সোমবারও শিলিগুড়িতে এক ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটে।জানা গিয়েছে, গতকাল এক ব্যক্তি রিক্সায় ওঠেন।এরপর রিক্সায় করে যাওয়ার সময় রিক্সা চালক রাস্তায় মধ্যে একটি পুটলি দেখতে পান।যার মধ্যে সোনার মত দেখতে একটি বস্তু ছিল।এরপর রিক্সায় বসা ব্যক্তির সামনে সেই পুটলি খোলেন রিক্সা চালক।পুটলির মধ্যে থাকা বস্তুটি সোনা ভেবে রিক্সা চালককে ৪০ হাজার টাকা দিয়ে তা নিয়ে নেন ব্যক্তি।পরবর্তীতে ব্যক্তি বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন।শিলিগুড়িতে এর আগেও এই ধরণের ঘটনা ঘটেছে।
ঘটনার পরই পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ব্যক্তি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যে দুই প্রতারককে গ্রেফতার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম রাকিবুল শেখ এবং আশরাফুল শেখ।
ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।