শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ প্রায় দেড় কেজি ওজনের নকল সোনার বাট সহ ২ জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতদের নাম জমির আলী এবং আরফান শেখ।জমির আলী অসমের এবং আরফান পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।সেখানে তিন যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ।পুলিশ দেখে এক যুবক পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দেড় কেজি ওজনের নকল সোনার বাট।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ লক্ষ টাকায় এই নকল সোনার বাটটি বিক্রির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতরা।ধৃত দুজন জানায়, জমি চাষ করতে গিয়ে মাটি থেকে এই বাটটি কুড়িয়ে পায় তারা।অসমে ভালো দাম না পাওয়ায় ভিন রাজ্যে বাটটি বিক্রির চেষ্টা করছিল তারা।শিলিগুড়ির এক ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টায় ছিল।তবে গোপন সূত্রে এই খবর পেয়ে দুজনকে ধরে ফেলে পুলিশ।