নকশালবাড়ি, ৬ সেপ্টেম্বরঃ গভীর জঙ্গল থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়লো একটি বাইসন।নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানে বাইসনের আতঙ্কে চা শ্রমিকরা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি বাইসন পাহাড়গুমিয়া এলাকায় ঢুকে পড়ে।খবর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে এলাকায়।খবর পেয়ে কার্শিয়াঙ বনদফতরের এডিএফও সহ বাগডোগরা, টুকুরিয়াঝাড় ও ঘোষপুকুর রেঞ্জ ছাড়াও সুকনা স্কোয়াডের বনকর্মীরা এলাকায় পৌঁছায়।দিনভর বাইসনটিকে নজরদারিতে রাখা হয়েছে।জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা।
কার্শিয়াং বনদফতরের এডিএফও রাহুল দেব মুখার্জি জানান, বাগডোগরা বনাঞ্চল থেকে একটি বাইসন পাহাড়গুমিয়া এলাকায় ঢুকে পড়ে।ইতিমধ্যে গোটা এলাকায় বনকর্মীরা মোতায়েন রয়েছে।বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।