নকশালবাড়িতে গরীব-দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ

নকশালবাড়ি, ৭ এপ্রিলঃ লকডাউনের জেরে সমস্যায় গরীব মানুষ। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। এবারে এগিয়ে এলেন শিক্ষকরা। মঙ্গলবার নকশালবাড়ি ব্লকের বড়ামনিরামজোত প্রাইমারি স্কুলের শিক্ষকরা গরীব-দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।


বড়ামনিরামজোত প্রাইমারি স্কুলের শিক্ষক হিমাংশু রায় বলেন, এই পরিস্থিতিতে গরীবদের সাহায্য করতেই স্কুলের সমস্ত শিক্ষকরা মিলে এই সিদ্ধান্ত নেন। আজ ৪৫ জনকে ৩ কিলো চাল, ডাল, তেল, সোয়াবিন, লবণ ও আলু বিতরণ করা হয়েছে।

স্থানীয় বুধু বর্মন, রুপন সিংহ, লিটন চক্রবর্তীর সহযোগিতায় এদিন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom