নকশালবাড়ি, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে নকশালবাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিনের শিবিরে নকশালবাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি নারায়ণ আগরওয়াল, সহ-সভাপতি নরেন্দ্র প্রসাদ এবং অমিতাভ রায়, সম্পাদক রঞ্জন পান্ডে, সহ-সম্পাদক ভাস্কর রায়, কোষাধ্যক্ষ পরিতোষ বর্ধন, বীরেন কর্মকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আশ্রমের সভাপতি নারায়ণ আগরওয়াল বলেন, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আশ্রম চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিনের রক্তদান শিবিরে আশ্রমের সদস্যরা সহ বহু মানুষ রক্তদান করেন।