নকশালবাড়ি, ২৭ ডিসেম্বরঃ নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মহিলা ওয়ার্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, সোমবার ভোরে ৪ জন চিকিৎসাধীন রোগীর ব্যাগ থেকে চারটি মোবাইল ও কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি।ঘটনার পর নকশালবাড়ি থানায় মৌখিক অভিযোগ করা হয়।
চিকিৎসাধীন রোগীরা জানান, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে।রাত হলেই হাসপাতালে গার্ড থাকে না বলে অভিযোগ করেন তারা।সিসিটিভি থাকলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।