নকশালবাড়ি রামকৃষ্ণ মিশনের তরফে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মজয়ন্তী

নকশালবাড়ি,১২ জানুয়ারিঃ নকশালবাড়ি রামকৃষ্ণ মিশনের তরফে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মজয়ন্তী।


স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নকশালবাড়ির কদমা মোড় থেকে নকশালবাড়ির কোটিয়াজোত পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।ম্যারাথনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৯০০ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং এর জেলাশাসক এস পন্নমবলম,শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ,নকশালবাড়ির পঞ্চায়েত সদস্যরা সহ রামকৃষ্ণ মিশনের সদস্যরা।

এদিনের শোভাযাত্রায় খুদে শিশু ও একাধিক স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা পা মেলান।স্বামীজীর জন্মজয়ন্তীতে দিনভর রামকৃষ্ণ মিশনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *