নকশালবাড়ির বিভিন্ন চা বাগান পরিদর্শন করলেন সাংসদ রাজু বিস্ত ও জন বারলা

নকশালবাড়ি, ১৬ অক্টোবরঃ নকশালবাড়ির বিভিন্ন চা বাগান পরিদর্শন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত এবং আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা।এদিন দুই সাংসদকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান দলীয় কর্মীরা।


সাংসদ রাজু বিস্ত বলেন, চা শ্রমিকদের জমির পাট্টা, পানীয় জলের ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিনের কর্মসূচিতে আনন্দময়ী বর্মন, বিজেপির জেলা সম্পাদক দিলীপ বারোই, নকশালবাড়ি বিজেপি মন্ডলের সভাপতি মংলু রায়, ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়ন সেন্ট্রাল কমিটির সম্পাদক উমা শঙ্কর দুবে, ব্লক সভাপতি জেমন্স খালকো, সম্পাদক রামাশঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BET