নকশালবাড়ি, ১৯ নভেম্বরঃ গুরু পূর্ণিমার দিনে কৃষি আইন বাতিল করল কেন্দ্র।তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্তের পর উৎসবের আমেজে বিভিন্ন রাজনৈতিক দল ও কৃষক সংগঠন।
এদিন কৃষকদের জয়কে উৎসর্গ করতে নকশালবাড়িতে মিছিলের আয়োজন করে সিপিআইএম ও কৃষক সভার নেতাকর্মীরা।নকশালবাড়ির দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়।
এই বিষয়ে নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী জানান, কৃষকদের কাছে নতি স্বীকার করে বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিল।স্বাধীনতার পর এই প্রথম কৃষকদের চাপে পড়ে কেন্দ্র সরকার পিছু হটল।সমস্ত আন্দোলনরত কৃষক ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।