নকশালবাড়ি, ১৪ নভেম্বরঃ বছর ঘুরলেই বাংলায় নির্বাচন।এই অবস্থায় রাজ্য বিজেপির নির্বাচন সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। এদিন নকশালবাড়ির মধ্য কোটিয়া জোতে বৈঠক করে ফের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন তিনি।
জানা গিয়েছে, এদিন বৈঠকে সাংসদ রাজু বিস্তা, বিধায়ক আনন্দময় বর্মন, জেলা নির্বাচন পর্যবেক্ষক বাপী গোস্বামী, জেলা সভাপতি অরুণ মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নির্বাচনে বুথ ও সাংগঠনিক শক্তি মজবুত করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।
এদিন সাংসদ বিপ্লব দেব বলেন, বাংলাকে পুনঃরুদ্ধার করতে চাইছে এখানকার মানুষ। এটা বিজেপির নির্বাচন নয় সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, বাংলার বিষয়ে কোনো চিন্তা নেই।অন্যদিকে বিহার নির্বাচন নিয়ে বিজেপির ফল হওয়াই ছিল, SIR এর বিরুদ্ধে ওখানে প্রতিবাদ হলেও এনডিএ বিপুল সংখ্যক সিট নিয়ে জিতছে।
