নকশালবাড়ি, ৩০ জুনঃ নকশালবাড়ি থানার অন্তর্গত খালপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ে-২ তে পথ দুর্ঘটনায় আহত ১।
জানা গিয়েছে, এদিন একটি চার চাকার গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।সেইসময় এশিয়ান হাইওয়ে ২তে হঠাৎই গাড়ির চাকা খুলে দুর্ঘটনার কবলে পড়ে।আহত হন গাড়ির চালক।ঘটনার পরই আহত চালককে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।পুলিশ গাড়িটিকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।