নকশালবাড়ি, ২১ আগস্টঃ শনিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের আদিবাসী ময়দানে দার্জিলিং জেলা পুলিশের মাস্টার প্যারেডের আয়োজন করা হল।
এদিন জেলা পুলিশের বিভিন্ন ড্রিল পরিবেশন করেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে মহিলা পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারা।এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন পুলিশ কনস্টেবলকে পুরস্কৃত করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার এসপি সন্তোষ নিম্বলকার, অতিরিক্ত এসপি মনোরঞ্জন ঘোষ, রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত সহ জেলার অন্যান্য থানার ওসি ও আধিকারিকরা।