কালচিনি, ২১ অক্টোবরঃ কালচিনি ব্লকের নিমতি চা বাগানের নালা থেকে মাঝবয়সী হাতির মৃতদেহ উদ্ধার করল বনদপ্তর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে নিমতি চা বাগানের ১২ নম্বর সেকশনের নালায় হাতির মৃতদেহ দেখতে পান শ্রমিকরা।এরপর বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরের নিমতি রেঞ্জে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নিমতি রেঞ্জের রেঞ্জ অফিসার ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা।
যদিও হাতিটির কিভাবে মৃত্যু হল তা এখনও জানা যায়নি।বনদপ্তরের প্রাথমিক অনুমান নালায় আচমকা পড়ে গিয়ে হাতিটির মৃত্যু হতে পারে।হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানা গিয়েছে।