রাজগঞ্জের সাকিরাজোতে নমঃশূদ্র কমিউনিটি সেন্টারের উদ্বোধন

রাজগঞ্জ, ২ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের সাকিরাজোতে নমঃশূদ্র কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হল।


জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি অঞ্চলের সাকিরাজোত গ্রামে পশ্চিমবঙ্গের নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের আর্থিক সহায়তায় প্রায় ৩ লক্ষ টাকা ব্যায়ে কমিউনিটি সেন্টারটি তৈরি করা হয়।

আজ সেই কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য,রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom