শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়িতে নামী কোম্পানির নাম করে বিক্রি করা হচ্ছিল নকল ফুটবল ও ভলিবল।বুধবার শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় শহরে অভিযান চালালো এক বেসরকারি সংস্থা।দুটি পৃথক অভিযানে প্রায় ৫০০টি নকল ফুটবল ও ভলিবল উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, বেসরকারি ওই সংস্থার কাছে খবর ছিল যে শিলিগুড়িতে নামী সংস্থার নাম করে নকল ফুটবল ও ভলিবল বিক্রি করা হচ্ছে।এই খবর পেয়েই তদন্ত শুরু করে ওই সংস্থা।এরপর আজ শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় বিধান মার্কেট সংলগ্ন একটি স্পোর্টস এর দোকানে অভিযান চালিয়ে নকল ফুটবল ও ভলিবল উদ্ধার করে।
এই বিষয়ে বেসরকারি সংস্থার ডিরেক্টর ধিরেন্দ্র সিং জানান, আমাদের কাছে খবর ছিল শিলিগুড়িতে নকল ফুটবল ও ভলিবল বিক্রি হচ্ছে।বেশি মুনাফার আশায় নকল সামগ্রী বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা।দুটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে নকল সামগ্রী উদ্ধার করা হয়েছে।