শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে নাম না করে নান্টু পালকে গদ্দার বলে কটাক্ষ করলেন রঞ্জন সরকার।
সোমবার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হল।উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
প্রসঙ্গত, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কো-অর্ডিনেটর নান্টু পাল ও মঞ্জুশ্রী পাল সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন।নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের পরেই নাম না করেই রঞ্জন সরকার নান্টু পালকে গদ্দার বলেন।
রঞ্জন সরকার বলেন, মার্কেটের ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে যা কখনই মেনে নেওয়া যাবেনা।শিলিগুড়ির উন্নয়নকে বারবার প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে।এবারে নিজেই ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকবেন এমনটাই জানান রঞ্জন সরকার।
পাশাপাশি তিনি ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে বলেন, যাদের তারা দলে নিচ্ছেন তারা কখনও শিলিগুড়ির জন্য কাজ করবেন না কারন তারা সকলেই দূর্নীতিগ্রস্থ।নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর স্থানীয় ব্যবসায়ীদের কাছেও প্রচার সারা হয়।সেখানেও রঞ্জন সরকার ব্যবসায়ীদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার অনুরোধ করেন।