শিলিগুড়ি,১৮ আগস্টঃ বিজেপির শহীদ সম্মান যাত্রার জন্য শিলিগুড়িতে এসেছিল নারায়ণী সেনা।আজ সকাল থেকেই নারায়ণী সেনাকে শিলিগুড়ির হিন্দি হাইস্কুল ও ঋষি ভবনে আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।এরপরই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে যান বিজেপি বিধায়ক ও সাংসদেরা।সেখানে গিয়ে পুলিশ কমিশনার গৌরব শর্মার সঙ্গে বেশকিছুক্ষণ আলোচনা করেন তারা।
পুলিশ কমিশনারেট থেকে বেরিয়ে এসে বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক বলেন, শহীদ সম্মান যাত্রার জন্য নারায়ণী সেনারা শিলিগুড়িতে এসেছিল।কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে।যে কারণে পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছি আমরা।
তিনি আরও বলেন, রাজবংশী সমাজকে হেয় করার জন্য মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তাদেরকে আটকে রেখেছে।এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা।তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি।যদিও এরপরই এক-এক করে নারায়ণী সেনাদের গাড়ি শিলিগুড়ি থেকে ছাড়া হয়।