ময়নাগুড়ি,১৯ আগস্টঃ ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে নারায়ণী সেনাকে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ময়নাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে র্যালি করে জল্পেশ মন্দিরে যাওয়ার কথা ছিল নারায়ণী সেনার।সেইমতো ময়নাগুড়ির ধর্মশালায় নারায়ণী সেনা ও বিজেপির কর্মীরা জমায়েত শুরু করেন।সেখান থেকে জল্পেশের উদ্দেশ্যে বের হলে পুলিশ নারায়ণী সেনাদের বাঁধা দেয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, করোনা স্বাস্থ্যবিধি অমান্য করে রাস্তায় নেমেছিল নারায়ণী সেনারা।পাশাপাশি করোনা আবহে জল্পেশ মন্দিরে এতো জনসমাগম করতে দেওয়া যাবে না।সেই কারনেই তাদেরকে আটকে দেওয়া হয়।
এছাড়াও এদিন ঘটনা ঘিরে পুলিশ এবং নারায়ণী সেনাদের মধ্যে বচসা শুরু হয়।বেশ কয়েকজন নারায়ণী সেনাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।