ফাঁসিদেওয়া, ৮ মার্চঃ আন্তর্জাতিক নারী দিবসে উত্তরবঙ্গের আদিবাসী জনজাতির মহিলাদের শক্তিশালী করে তুলতে অল ইন্ডিয়া ট্রাইবাল সোসিও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে ফাঁসিদেওয়ার মুনি চা বাগানে অনুষ্ঠানের আয়োজন করা হল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ-সভাপতি রোমা রেশমি এক্কা।
এদিন আদিবাসী নারীদের সম্মানিত করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এই বিষয়ে সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা জানান, নারী দিবসে সকলকেই শুভেচ্ছা। নারীরা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে কাজ করছে।কিন্তু অনেক জায়গায় নারীরা এখনো লাঞ্ছিত হয়। নারীরা নিজেদের অধিকার আদায় করুক এবং নারীরা সমাজের মূলধারায় এসে কাজ করুক বলে বার্তা দেন তিনি।