নকশালবাড়ি, ৮ মার্চঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নকশালবাড়ি থানার তরফে পদযাত্রার আয়োজন করা হয়।জানা গিয়েছে, এই পদযাত্রা নকশালবাড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের পদযাত্রায় নকশালবাড়ি থানার ওসি ইফতিখার উল হাসান সহ অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।
নকশালবাড়ি থানার ওসি ইফতিখার উল হাসান বলেন, নারীরা বর্তমানে পুরুষদের ওপর নির্ভরশীল নয়, বর্তমানে মহিলারা প্রতিটি ক্ষেত্রে স্বাধীন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।