শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ নারী শক্তি সংগঠনের উদ্যোগে এবং শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, এদিন পুতলি দেবী জি লোধার স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও খাবার বিতরণ করা হয়।
এদিন নারী শক্তি সংগঠনের সদস্যরা জানান, প্রত্যেক বছরে আমরা পুতলি দেবী জি লোধার স্মৃতিতে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি।আগামীতেও সামাজসেবামূলক কাজ করা হবে।