শিলিগুড়ি, ৮ মার্চঃ আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবস।তবে এখনও সমাজে নারী লাঞ্চনা, নারী বঞ্চনার অভিযোগের শেষ নেই।নারীপাচারের ঘটনা প্রায়ই উঠে আসে সংবাদের শিরোনামে।অনেকক্ষেত্রেই দেখা যায় মহিলারাই মহিলাদের শত্রু হয়ে দাঁড়ায়।নারীপাচারের ঘটনায় অনেক সময়ই মূল মাথা হিসেবেও উঠে আসে কোনো নারীর নাম।
আন্তর্জাতিক নারীদিবসে একটি ছোট্ট পথনাটকের মধ্যে দিয়ে সমাজের এই চিত্রই তুলে ধরল শিলিগুড়ি কলেজের এনএসএস ইউনিট ৪।এদিন শিলিগুড়ির সফদর হাসমি চকে তারা একটি ছোট্ট পথ নাটকের আয়োজিত করে।
এই নাটকের মাধ্যমে দেখানো হয় কিভাবে প্রতারণার জালে নারীদের ফাঁসানো হয় এবং নারীপাচারের মত ঘটনা ঘটানো হয়।একদিকে যেমন তারা এই নাটকের মধ্যে দিয়ে নারীদের সচেতন করতে চেয়েছেন তেমনই কোনো নারী যাতে নারীদের শত্রু না হয়ে আসে এই আবেদনও রাখেন।