শিলিগুড়ি,৮ মার্চঃ আন্তর্জাতিক নারী দিবসে গ্রামে গঞ্জে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে রওনা দিল ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবারের মতোই এবারেও তারা নারীদিবসে নতুন কিছু করার পরিকল্পনা নিয়েছিলেন।সংগঠনের সদস্যরা জানান, গ্রামাঞ্চলে এখনও প্রচুর নারী রয়েছে যারা মাসে তাদের বিশেষ দিনগুলিতে স্যানিটারি ন্যাপকিনের বদলে কাপড় ব্যাবহার করে থাকেন। বিশেষজ্ঞরাও বলে থাকেন কাপড়ের বদলে স্যানিটারি ন্যাপকিন ব্যাবহার করতে। তবুও অনেকেই এখনও সচেতন নয়। সেইসকল নারীদের সচেতন করতেই শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত প্রায় ৫০০টি গ্রামে বাইক নিয়েই পৌছে যাবে এই সংগঠন।
এদিন শিলিগুড়ির হাসমিচকে তারা প্রথম দফার কর্মসূচী শেষ করে গ্রামাঞ্চলগুলির উদ্দেশ্যে রওনা দেন।নারীদের সচেতন করার পাশাপাশি তারা প্রত্যেকের হাতে স্যানিটারি ন্যাপকিনও তুলে দেবেন।