শিলিগুড়ি,১ অক্টোবরঃ যোগীর রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় ফের ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকালই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘যাঁরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান’।
এদিকে আজ ফের বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দলিতদের ওপর আক্রমণ হচ্ছে।সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে।আবার ভোটের আগে বাইরে থেকে খাবার নিয়ে এসে সেই দলিতদের বাড়িতে খাওয়া হয়’।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যাকে গণধর্ষণ ও তাঁর মৃত্যুর ঘটনায় তোলপাড় সারা দেশ।টানা ১৫ দিন লড়াই করার পর মঙ্গলবার সকালে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার।এরপরই দেহ ফেরত চেয়ে হাসপাতালের সামনে ধর্নায় বসা নির্যাতিতা তরুণীর পরিবার।কিন্তু অভিযোগ, নির্যাতিতা তরুণীর দেহ পরিবারের হাতে না দিয়ে রাতের অন্ধকারে তা দাহ করে যোগীর রাজ্যের পুলিশ।