শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ শিলিগুড়ির প্রধাননগর থানা অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নর্মদা বাগান এলাকার একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়ির মালিক অসিত ধর তার পরিবারের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন।সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে দেখতে পান সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার উধাও।
অসিত ধর বলেন, খালি বাড়ির সুযোগ নিয়ে চোর পেছনের জানালা দিয়ে ঘরে ঢুকেছে। এরপর আলমারি ভেঙে নগদ ১ লক্ষ টাকা এবং প্রায় ৫ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না চুরি করে চম্পট দিয়েছে।এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতিরাই জড়িত।
তার অভিযোগ, সন্ধ্যায় বাড়ির কাছে মাদকাসক্তদের আড্ডা লেগেই থাকে।বারবার প্রতিবাদ করার পরেও মাদকাসক্তদের আড্ডা সরেনি।ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।এলাকায় নজরদারি বাড়ানোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।
