শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ শিলিগুড়িতে স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনা এখন শিরোনামে।এরই মধ্যে মহারাষ্ট্রের নাসিকে এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।নাসিকে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি থেকে মৃতের স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করলো মহারাষ্ট্র পুলিশ।
মৃতের স্ত্রীয়ের নাম পূজা ছেত্রী এবং শাশুড়ি সবিতা ছেত্রী।দুজনকে গ্রেফতারের পর তাদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আজ নাসিকের উদ্দেশ্যে রওনা দিয়েছে মহারাষ্ট্র পুলিশ।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা যোগেশ নার্গের সোশ্যাল মিডিয়ায় পূজা ছেত্রী নামে এক যুবতীর সঙ্গে পরিচয় হয়। এরপরই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের।এরপর ২০২২ সালের ৫ জুন নাসিকে বিয়ে করে তারা।বিয়ের পর থেকে শুরু হয় ঝামেলা।এরপর ৩০ সেপ্টেম্বর নাসিকে নিজের বাড়িতে আত্মঘাতী হয় যোগেশ।ঘটনার পরই স্ত্রী পূজা ও তাঁর মা শিলিগুড়িতে চলে আসে।
এদিকে যোগেশের আত্মহত্যার ঘটনা নিয়ে সন্দেহ হয় পরিবারের।এরপরই যোগেশের পরিবার পূজা ও তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছায় মহারাষ্ট্র পুলিশ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় শিলিগুড়ির পৃথক দুটি জায়গা থেকে পূজা ও তাঁর মাকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত দুজনের বিরুদ্ধে যোগেশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ।
