বাগডোগরা, ২৯ মেঃ কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ, হত্যা এবং পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের ঘটনার তদন্তে এল জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।
এদিন তিন সদস্যের প্রতিনিধি দল বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে কালিয়াগঞ্জের উদ্দ্যোশ্যে রওনা দেন। তিনজনের প্রতিনিধি দলে রয়েছেন কলবীর সিং, রতন সরকার ও অরুণ ত্যাগী। এই দল কালিয়াগঞ্জে ঘটনার তদন্ত করে রিপোর্ট পেশ করবে বলে জানা গিয়েছে।