রাজগঞ্জ, ২ জানুয়ারিঃ ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেছে রাজগঞ্জের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা রায়।গরিব পরিবারের মেয়ের ওই সাফল্যে খুশি পরিবার সহ এলাকার বাসিন্দারা।রবিবার তৃণমূলের তরফে তাকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গ্রামের নৌজান রায়ের মেয়ে প্রিয়াঙ্কা ছোটবেলা থেকেই কিকবক্সিং করে।অভাবের মধ্যেও অনুশীলন চালিয়ে যায় সে।অবশেষে মেলে সাফল্য।
গত ২১ থেকে ২৫ ডিসেম্বর পুনেতে অনুষ্ঠিত হয় জুনিয়র ন্যাশনাল কিকবক্সিং চাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় সুযোগ পায় চান্দারবাড়ি গ্রামের প্রিয়াঙ্কা রায়।নৌজান বাবু মেয়েকে সঙ্গে নিয়ে পুনেতে পৌঁছান।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে প্রিয়াঙ্কা।এদিন বাড়িতে আসার খবর শুনে স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে প্রিয়াঙ্কার বাড়িতে যান বিধায়ক খগেশ্বর রায়।দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়।তার পাশাপাশি কিছু আর্থিক সাহায্যে করেন তিনি।তার এই সাফল্যে খুশি সকলেই।