রাজগঞ্জ, ২৯ আগস্টঃ ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হল রাজগঞ্জের প্রিয়াঙ্কা রায়।গরীব পরিবারের মেয়ের এই সাফল্যে খুশি পরিবার সহ এলাকার বাসিন্দারা।এই নিয়ে জাতীয়ে স্তরে চারবার সোনার পদক জয় করলো প্রিয়াঙ্কা।এছাড়াও বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক রয়েছে তাঁর ঝুলিতে।
রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি নৌজান রায়ের মেয়ে প্রিয়াঙ্কা।সে অষ্টম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই কিকবক্সিং করার নেশা।অভাবের মধ্যেও সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।গত ২৩ থেকে ২৭ আগস্ট ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত হয় চিলড্রেন ক্যাডেটস অ্যান্ড জুনিয়ার্স ন্যাশনাল কিকবক্সিং চাম্পিয়নশিপ।সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চান্দারবাড়ি গ্রামের প্রিয়াঙ্কা।প্রতিযোগিতায় ৩৭ কেজি বিভাগে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সে।এর আগেও জাতীয় স্তরে তিনটি সোনা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী হয়েছে সে।
এদিন প্রিয়াঙ্কা জানান, জাতীয় স্তরে কিকবক্সিং প্রতিযোগিতায় প্রথম হয়ে খুব ভালো লাগছে।আগামীতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সোনা জয়ের ইচ্ছে রয়েছে।
প্রিয়াঙ্কার বাবা নৌজান রায় বলেন, মেয়ে জাতীয় স্তরে সোনা জয় করেছে।বাবা হিসেবে খুব খুশি।আগামীতে দেশের হয়ে খেলার ইচ্ছে রয়েছে।আমি সামান্য রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাই।কিভাবে মেয়ের এই ইচ্ছে পূরণ হবে তা জানিনা।ঋণ করে মেয়েকে খেলার প্রশিক্ষণ করিয়েছি।বিভিন্ন যায়গায় আবেদন করেও সরকারিভাবে কোনো সাহায্য মেলেনি।এদিন ফের সরকারিভাবে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।