শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ পঞ্চম নেচারোপ্যাথি ডে উপলক্ষ্যে হাজরা ইন্টারন্যাশনাল যোগা ও নেচারোপ্যাথি কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হল।
এদিন র্যালিটি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের র্যালির মধ্য দিয়ে প্রাকৃতিক চিকিৎসার মধ্য দিয়ে কিভাবে সুস্থ জীবনধারন করা যায় এবং প্রকৃতি থেকে সম্পদ গ্রহণ করে বিভিন্ন রোগ মুক্ত করা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এদিনের র্যালিতে যোগা ও নেচারোপ্যাথি কলেজ এবং হাসপাতালের ছাত্র-ছাত্রী প্রশিক্ষকেরা ছাড়াও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।