শিলিগুড়ি,২৩ ডিসেম্বরঃ তরাই সিনে সোসাইটি এবং কামতা কালচার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে চারদিনের নাট্য কর্মশালা।
চলতি মাসের ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কাওয়াখালির এক বেসরকারি হোটেলে এই কর্মশালা আয়োজিত হওয়ার কথা রয়েছে। তরাই সিনে সোসাইটির তরফে বুদ্ধদেব বর্মণ জানান, নাটক বা অভিনয়ের ক্ষেত্রে সুযোগের অভাবে রাজবংশী বা অন্যান্য জনজাতি অনেকটাই পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্যেই তাদের এই উদ্যোগ।
কামতা কালচার সোস্যাইটির তরফে অনুপ রায় জানান, প্রতিবছর এক বেসরকারি শপিংমলে তারা রাজবংশী সম্প্রদায়ের একটি ট্র্যাডিশনাল ফ্যাশন শো’এর আয়োজন করে থাকেন।তবে এবছর করোনা অতিমারির ফলে তা সম্ভব হচ্ছে না।সেকারণেই এবারের তাদের এই কর্মশালার আয়োজন। রাজবংশী সম্প্রদায় ছাড়া অন্যান্য সম্প্রদায়ের শিল্পীরাও এখানে অংশগ্রহন করতে পারবেন।বিনামূল্যেই এই কর্মশালায় অংশগ্রহন করা যাবে বলে জানা গেছে।