নকশালবাড়ি, ২৪ এপ্রিলঃ নকশালবাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের।সোমবার দুপুরে নকশালবাড়ির লালপুল এলাকায় যাত্রীবাহী চার চাকার গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মৃতের নাম নীতেন শর্মা(২৪)।নকশালবাড়ির অলডাঙ্গির বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি নকশালবাড়ি থেকে পানিঘাটার দিকে যাচ্ছিল।অপরদিকে পানিঘাটা থেকে নকশালবাড়ির দিকে আসছিল একটি বাইক।সেইসময় লালপুল এলাকায় বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের।
ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে বাইক এবং চার চাকার গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
