নকশালবাড়ি, ১৬ অক্টোম্বরঃ নকশালবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই বহু দোকান।পুজোর আগে অগ্নিকান্ডের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের।
জানা গিয়েছে, রবিবার রাতে বাজারে আগুন লাগে।পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান।সব মিলিয়ে প্রায় ৬কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।গোটা ঘটনায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সভাধিপতি জানান, খুবই দুঃখজনক ঘটনা।শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে ব্যবসায়ীদের আর্থিকভাবে সহায়তা করা হবে।পাশাপাশি বিষয়টি ইতিমধ্যেই জেলাশাসক ও রাজ্য সরকারকে জানানো হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে আজ ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।ক্ষতিগ্রস্তদের ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানানো হয়।ক্ষতিগ্রস্তদের নিয়ে আলোচনা করে সবরকম সহযোগিতা করা হবে।
এছাড়াও এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপি জেলা সভাপতি অরুণ মন্ডল, প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার ও তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা।