নকশালবাড়ি, ১ অক্টোবরঃ ব্যবসায়ীদের সচেতন করতে এবারে অভিযান চালালো প্রশাসন।বিদ্যুৎ ব্যবস্থা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে কতটা সচেতন ব্যবসায়ীরা এই নিয়েই মঙ্গলবার অভিযান চালালো নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত, নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি, দমকল ও বিদ্যুৎ দফতর।
এদিন নকশালবাড়ি বাজারে একাধিক দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়।বিদ্যুৎ ব্যবস্থা কেমন রয়েছে, অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় কিনা? তার খোঁজখবর নেন প্রশাসনিক আধিকারিকেরা।
এই বিষয়ে উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, ব্যবসায়ীদের স্বার্থে সচেতন বৃদ্ধি করতেই এই অভিযান।ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।গতবছরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা পরিদর্শন করতেই এই অভিযান।
বিদ্যুৎ নিয়ে সচেতন থাকলেও অগ্নিনির্বাপক ব্যবস্থায় জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ দফতরের আধিকারিক তরুণ কুমার বসাক।
প্রসঙ্গত, গতবছর নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডে পুড়েছিল ৪০টি দোকান।এদিকে গত শনিবার শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই আজ নকশালবাড়ি বাজারে এই অভিযান চালানো হয়।