নকশালবাড়ি, ১৬ অক্টোম্বরঃ পুজোর আগে ভয়াবহ আগুন নকশালবাড়ি বাজারে। আগুনে পুড়ে ছাই বাজারের বহু দোকান। পুজোর আগে এমন বিধ্বংসী আগুনে সব হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। রবিবার রাতে নকশালবাড়ি বাজারে আগুন লাগে। প্রায় ৬৫ টি দোকান আগুনে পুড়ে গিয়েছে।
রাতভর আগুন নেভাতে কাজ করেছে দমকল। সোমবার সকালেও দমকল কর্মীরা ছিলেন বাজারে। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ দমকল আসতে দেরী করে। এতেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের দোকানগুলিতে।
রবিবার রাত সাড়ে নটা নাগাদ নকশালবাড়ি বাজারে একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। বিধ্বংসী আগুনে একের পর এক দোকান জ্বলতে থাকে। ব্যবসায়ীদের চোখের সামনে সারি সারি দোকান আগুনের গ্রাসে পুড়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে দমকল পৌছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে জামাকাপড় থেকে শুরু করে মুদিখানা, গিফট সহ বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। পুজোর দিন কয়েক আগে এমন আগুনে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীদের পরিবার।
রবিবার রাতেই ঘটনার খবর পেয়ে বাজারে যান মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। সোমবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে সেখানে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিয়েছেন সকলে।