নকশালবাড়ি, ৩ ডিসেম্বরঃ আবাস যোজনা, পানীয় জল পরিষেবা সহ মোট ১২দফা দাবিতে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করল নকশালবাড়ি ব্লক বিজেপি।
এদিন নকশালবাড়ি থেকে মিছিল করে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়।
এই বিষয়ে বিজেপির সহ সভাপতি মনোরঞ্জন মন্ডল জানান, যারা দ্ররিদ্র তাদের নাম বাদ দেওয়া হয়েছে আবাস যোজনায়।এমনকি যারা বিজেপি করে তাদের নাম কেটে দেওয়া হয়েছে।গরীব মানুষেরা ঘর না পেলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন হবে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা।পাশাপাশি বিভিন্ন স্থানে জল প্রকল্প বাস্তবায়ন ও রাস্তার দাবিও জানানো হয়।