নকশালবাড়ি, ১৩ ডিসেম্বরঃ আবাস যোজনার ঘরের দাবীতে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করতে গিয়ে বিডিওকে না পেয়ে অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো সিপিএম নকশালবাড়ি এরিয়া কমিটি।
জানা গিয়েছে, আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গিয়েছে একাধিক চা শ্রমিকের।ফের নতুন করে সার্ভে করে তালিকা প্রকাশের দাবীতে আজ নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে মিছিল করে বিডিও অফিসে স্মারকলিপি দিতে পৌঁছায় সিপিএম নকশালবাড়ি এরিয়া কমিটির সদস্যরা।তবে বিডিওকে না পেয়ে অফিসে গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তারা।
ঘন্টাখানেক পর জয়েন্ট বিডিও স্মারকলিপি গ্রহণ করে।পরে নকশালবাড়ি রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখানো হয়।৭ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ না করা হলে আন্দোলন হবে।জেলাশাসকের দফতর ঘেরাও করা হবে হুঁশিয়ারি দেন সিপিএম নেতা গৌতম ঘোষ।