নকশালবাড়ি, ৩০ ডিসেম্বরঃ এসআইআর শুনানিতে একের পর এক হয়রানির ছবি নকশালবাড়িতে।নকশালবাড়ি বিডিও অফিসে শুনানির লাইনে দাঁড়াতে হল ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা সৃজনা রাইকে।
নকশালবাড়ির মাল্লাবাড়ির সৃজনা রাইকে নোটিশ পাঠানো হয়।সেই নোটিশ পেয়েই হাজির হন লাইনে। মহিলার অভিযোগ, এই সময়েও আসতে হয়েছে।৮ মাসের অন্তঃসত্ত্বা।এই কাজ বাড়িতে গিয়ে করলে ভালো হয় বলে জানান তিনি।
অন্যদিকে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মহিলার স্বামীর অভিযোগ করেন, এখানে বসার ব্যবস্থা নেই, লাইনে দাঁড়িয়ে কাজ করতে হয়েছে।বাড়িতে গিয়ে হেয়ারিং করলে ভালো হত বলে জানান তিনি।
