নকশালবাড়ি, ১৫ জুনঃ নকশালবাড়ির বিডিও অফিসে ডোকরা হলে ১০৬ জনকে পাট্টা প্রদান করল ব্লক প্রশাসন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি সভার আয়োজন করে উপভোক্তাদের হাতে পাট্টার শংসাপত্র প্রদান করা হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলা ওয়েলফেয়ার অফিসার অনাবিল দত্ত, নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল, নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব হালদার সহ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের প্রধানরা।
সভাধিপতি অরুণ ঘোষ জানান, দুয়ারে সরকারের ক্যাম্পে পাট্টার আবেদন করার ২ মাসের মধ্যে পাট্টা প্রদান করা হল।আগামীদিনেও আরও পাট্টা প্রদান করা হবে।