নকশালবাড়ি, ৬ মেঃ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা।দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারলো একটি চারচাকা গাড়ি।ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২য়ে।ঘটনায় মৃত্যু হয়েছে চারচাকার গাড়ি চালকের।মৃতের নাম বাবলু সিংহ(৩২)।পানিট্যাঙ্কির বাসিন্দা।
জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কি বাড়ি ফেরার পথে চারচাকার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে।ঘটনায় মৃত্যু হয় চালকের।খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতাল নিয়ে যায়।সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
