নকশালবাড়ি, ১৪ মেঃ দ্রুতগামী গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল স্কুটি চালকের।আহত আরও এক।নকশালবাড়ির বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২য়ে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চলন্ত গাড়িতে ধাক্কা দেয় একটি স্কুটি।ঘটনায় মৃত্যু হয় স্কুটি চালকের।আহত হয় আরও একজন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি থানার পুলিশ।অন্যদিকে আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, পানিট্যাঙ্কি থেকে পেট্রোল পাম্পে ঢুকতে গিয়ে চলন্ত গাড়িতে ধাক্কা দেয় স্কুটি। মৃত যুবকের নাম সাগর তামাং পানিট্যাঙ্কির গন্ডোগোল জোতের বাসিন্দা এবং আহতের নাম শিবা প্রধান।
রবিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।