নকশালবাড়ি, ১১ ডিসেম্বরঃ একাধিক দাবিদাওয়া নিয়ে নকশালবাড়ি বিএলএলআরও অফিসে বিক্ষোভ প্রদর্শন করলো নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটি।
অভিযোগ, বিএলএলআরও অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না।দালাল চক্রে ভরে গিয়েছে ভূমি রাজস্ব দফতর।এলাকায় বেআইনিভাবে জমির চরিত্র বদল করা হচ্ছে।কোনো কাজ করতে নতুন বিএলএলআরও এক লক্ষ টাকা দাবি করছেন।এলাকায় বালির ডাম্পার দিয়ে বেআইনি কাজ চলছে।কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই দপ্তরের।
এই সমস্ত অভিযোগ তুলে এদিন নকশালবাড়ি ব্লক কংগ্রেস কার্যালয় থেকে বিএলএলআরও অফিস পর্যন্ত মিছিল করা হয়।এরপর সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্মারকলিপি প্রদান করেন কংগ্রেস নেতৃত্বরা।
অন্যদিকে কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন বিএলএলআরও দেবরাজ বাগ।সাধারণ মানুষ যা সমস্যা নিয়ে আসে তা দেখা হয় বলে মন্তব্য করেন তিনি।