নকশালবাড়ি, ২৮ জুনঃ সরকারি জমি দখলমুক্ত করতে কাজ শুরু করলো ভূমি ও ভূমি রাজস্ব দফতর।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নকশালবাড়ি ব্লক জুড়ে পড়ে থাকা সরকারি জমি চিহ্নিতকরণ ও অধিগ্রহণের কাজ শুরু করা হল।
জানা গিয়েছে, নকশালবাড়ির দক্ষিণ বাগডোগরা মৌজায় ২.৪৭ একর জমি অধিগ্রহণ ও সরকারি বোর্ড লাগানোর কাজ শুরু হয়েছে।বর্তমানে সরকারি জমি চিহ্নিতকরণ করা হচ্ছে এবং আগামীদিনে সরকারি বোর্ড বসানো হবে।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এই কাজ শুরু হয়েছে।
সরকারি জমি বেদখল রুখতে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক।