নকশালবাড়ি, ৫ আগস্টঃ নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানের নালায় ফুটফুটে চিতাবাঘের শাবক।নজরদারি চালাচ্ছে বনদপ্তর।
জানা গিয়েছে, চা বাগানে পাতা তোলার সময় নালায় ফুটফুটে দুটি চিতাবাঘের শাবক দেখতে পান শ্রমিকেরা।খবর দেওয়া হয় বনদপ্তরে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড ও জাম্বু ট্রুপসের কর্মীরা। শাবকদের মায়ের কোলে ফেরাতে এলাকা ঘিরে ফেলে বনকর্মীরা।নজরদারি রাখতে বসানো হয় ক্যামেরা।এরপর একটি শাবককে নালা থেকে তুলে নিয়ে যায় মা চিতাবাঘ।তবে এখনও নালায় রয়েছে একটি চিতাবাঘের শাবক।যেকারনে নজরদারি রাখছেন বনকর্মীরা।
এই বিষয়ে ফোনে কার্শিয়াঙ ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান, চা বাগানে বর্তমানে শ্রমিকদের আনাগোনা বন্ধ করা হয়েছে।২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।