নকশালবাড়ি, ১১ ফেব্রুয়ারিঃ ইয়েস টু ফুটবল, নো টু ড্রাগস।এই বার্তা দিয়ে নেশামুক্ত সমাজ গড়তে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো নকশালবাড়ি রথখোলা ফুটবল অ্যাকাডেমি।
এদিন রথখোলা নেপালীবস্তি ফুটবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ।এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।তার মধ্যে থাকবে নেপালের ৬টি দল।এদিন প্রথম খেলায় অংশ নেয় বিওয়াইসি নেপাল ও রায়গঞ্জ দল।রায়গঞ্জ ২-০ গোলে জয়ী হয়।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সমাজসেবী বাপন দাস, টুকরিয়াঝাড় বনাঞ্চলের রেঞ্জার, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির ২ কর্মাধ্যক্ষ ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।