নকশালবাড়ি, ১১ মেঃ স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা ও মারামারি।ঘটনায় আহত স্বামীকে হাসপাতালে আনলে চিকিৎসকের সামনেই ফের মারধরের ঘটনা।ঝামেলা আটকাতে গিয়ে হেনস্থা হতে হল কর্তব্যরত এক চিকিৎসককে।
জানা গিয়েছে, বুধবার রাতে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।ঘটনায় গতকাল রাতেই নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক।অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
এই বিষয়ে নকশালবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ ফোনে জানান, হাসপাতালে আসার পর এক প্রবীণ চিকিৎসকের সামনে মারধরের ঘটনা ঘটলে চিকিৎসক আটকাতে যান।সেইসময় চিকিৎসককেই পাল্টা মারধর করা হয়।অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।এভাবে চিকিৎসকের ওপর নিগ্রহ হলে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে অসুবিধা হবে।
এদিকে অভিযুক্তকে গ্রেফতার করার পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে চিকিৎসককে মারধরের কথা স্বীকার করেন অভিযুক্ত মহিলা।
